কলকাতা বিমানবন্দরে আটক করা হয়েছে এক বাংলাদেশি সঙ্গীতশিল্পীকে। শুক্রবার বিকালের দিকে তাকে আটক করে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশ দফতরের কর্মকর্তারা। আটককৃত শিল্পী হলেন বাংলাদেশের ‘হ্যাভেন টিউন ফাউন্ডেশন’এর পরিচালক ও ‘হ্যাভেন টিউন নাশীদ ব্যান্ড’এর লিড সিঙ্গার গাজী আনাস রওশন।
জানা গেছে, শনিবার ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার রাজনগর এলাকায় স্থানীয় ‘স্বপ্ন সন্ধান’ ক্লাবের উদ্যোগে একটি সম্প্রীতি উৎসবে এক ইসলামিক সঙ্গীত সন্ধ্যায় যোগ দেয়ার কথা ছিল তার।
ইমিগ্রেশন কর্মকর্তারা জানান যেহেতু ওই শিল্পী ব্যবসায়িক উদ্দেশ্যে কলকাতায় এসেছেন, অর্থাৎ যেহেতু তাকে ওই অনুষ্ঠানে গান পরিবেশনের জন্য সম্মানীয় দেওয়া হবে, তাই তার ভিসা কেন বিজনেস’এর পরিবর্তে ট্যুরিস্ট ভিসা বহন করছেন। জবাবে রওশানও জানান, ওই অনুষ্ঠানটি সম্পূর্ণ ভাবেই ঘরোয়া এবং সেখানে তিনি কোন পারিশ্রমিক নেবেন না।
রওশানের দাবি, তাতেও ইমিগ্রেশনের কর্মকর্তারা তাকে ছাড়তে রাজি হননি। তাকে কলকাতা বিমানবন্দর থেকেই ফিরতি বিমানে ঢাকায় ফেরত যাওয়ার কথা বলা হয়।
কিন্তু এইমুহূর্তে ফিরতি বিমান না থাকায় তিনি নিজের দেশেও ফেরত যেতে পারছেন না। এর পাশাপাশি শর্তসাপেক্ষে তাকে কলকাতায় প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে যদিও তার সম্ভবনা অত্যন্ত ক্ষীন বলেই মনে করছেন রওশান।
বিষয়টি জানাজানি হতেই হলদিয়ার সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষ, স্থানীয় সাংসদ, বিধায়ক ওই বাংলাদেশি শিল্পীর সাথে ফোনে যোগাযোগ করেন। কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তার সাথে যোগাযোগ করে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হয় বলে জানান রওশান।
এদিকে, রওশানকে স্বাগত জানাতে বিকাল থেকে রাত পর্যন্ত বিমানবন্দরে বাইরে অপেক্ষা করছেন ওই ক্লাবের বেশ কয়েকজন মানুষ। সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। আর অভিমত এর আগেও একাধিকবার কলকাতা সফর কলেও এইরকম অভিজ্ঞতা এই প্রথম।
পি এস/এন আই
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত