বাংলাদেশ জাতীয় কাবাডি দল দারুণ এক জয় দিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে। সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২৪ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের দল। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্টে জয় তুলে নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
এই সিরিজের মধ্য দিয়ে ৫১ বছর পর বাংলাদেশে ফিরেছে কাবাডি টেস্ট সিরিজের ঐতিহ্য। সর্বশেষ ১৯৭৪ সালে দেশে প্রথমবারের মতো কাবাডি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়বারের মতো শুরু হওয়া এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচেই নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাল বাংলাদেশ।
ইতিহাস ও পরিসংখ্যানের দিক দিয়ে নেপালের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। এখনো পর্যন্ত কখনো নেপালকে হারানোর সুযোগ পায়নি প্রতিপক্ষ দলটি। সেই ধারাবাহিকতা বজায় রেখে সিরিজের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিল স্বাগতিকরা। প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। নেপালকে চাপে রেখে ২৮-১১ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় মিজানুর রহমানের দল। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে ৫৩-২৯ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মিজানুর রহমান। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল (রবিবার) বিকেল সাড়ে তিনটায় পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে।