চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠ থেকে ৩-০ গোলে হেরে ফিরেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে ১৬ এপ্রিল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। জিতে সরাসরি সেমিফাইনালে যেতে ৪-০ গোলে জিততে হবে কার্লো আনচেলত্তির দলের। ৩-০ গোলে জিতলে যেতে হবে টাইব্রেকারে।
ওই ম্যাচে নিশ্চিতভাবেই সান্তিয়াগো বার্নাব্যুর ছাদ বন্ধ করে দেবে রিয়াল মাদ্রিদ। ভক্তরা কানফাঁটা চিৎকারে গানারদের নাভিশ্বাস তুলে ছাড়বে। এমবাপ্পে-বেলিংহামরা নিজেদের স্নায়ুচাপ ধরে রেখে একের পর এক আক্রমণ করতে চাইবে। লড়বে কামব্যাকের জন্য। যেভাবে পূর্বে এই বার্নাব্যুতে ম্যানসিটি, চেলসি, পিএসজির নাভিশ্বাস তুলে কামব্যাক সম্পন্ন করেছে তারা।
বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ২, ৫, ৭ মিনিটেই দুর্দান্ত সব কামব্যাকের গল্প লিখেছে। সেখানে ৯০ মিনিট অনেক সময়। নর্থ লন্ডনের ভুল ডাস্টবিনে ফেলে দলটির ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি তাই দলের ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। কম কথায় ‘ছাড়বো না হাল’ এই বার্তা দিয়েছেন কিয়িলান এমবাপ্পে।
রিয়াল মাদ্রিদকে গত মৌসুমে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ আনচেলত্তি বলেছেন, ‘যা ঘটেছে সবকিছু ময়লার ঝুড়িতে ফেলে দিতে হবে। এই ধাক্কা সামলে নেওয়া কঠিন…। তারা খুব উচ্চ পর্যায়ের দল। খুব সংগঠিত। এই ধরনের দল শেষ দিকে আক্রমণের গতি বাড়ায়। আমাদের জন্য এখন সেমিতে যাওয়া কঠিন। তবে আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের যা যা করার আছে সব করতে হবে। বাজে এই ম্যাচের প্রতিক্রিয়া সামনের ম্যাচে দেখাতে হবে। আমাদের বিশ্বাস রাখতে হবে। কারণ বার্নাব্যুতে কিছুক্ষণ মানেই অনেক সময়, পূর্বেও তা দেখা গেছে।’ কিলিয়ান এমবাপ্পে বলেছেন, ‘আমাদের শেষ মিনিট পর্যন্ত বিশ্বাস রাখতে হবে।’