খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ০৭ আগস্ট ২০২৪ খ্রি. তারিখ বুধবার থেকে সকল অফিস সমূহ সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে এবং হলসমূহ সকাল ৯টায় আবাসিক শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
আজ মঙ্গলবার (০৬ আগস্ট ২০২৪) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু করা হবে।
উল্লেখ্য, কোটা আন্দোলনের ব্যাপকতায় বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধ ছিলো এতদিন।