বিগত বছরের ব্যর্থতা ঝেড়ে নতুন শুরুর ইঙ্গিত বসুন্ধরা কিংসের। প্রিমিয়ার ফুটবল লিগে বাংলাদেশ পুলিশ এফসিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। কিংসের নতুন বছরে উড়ন্ত সূচনার দিনে হোঁচট খেয়েছে ঢাকা আবাহনী। শুক্রবার কিংস অ্যারেনায় তাদের গোলশূন্য রুখে দিয়েছে ফর্টিস ফুটবল ক্লাব। মুন্সীগঞ্জে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। লিগে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে গোপীবাগের ক্লাবটি। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী। ১০ পয়েন্ট পাওয়া বসুন্ধরার অবস্থান টেবিলের চার নম্বরে। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলে বসুন্ধরা কিংস। আক্রমণের পসরা মেলে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ফয়সাল আহমেদ ফাহিম লম্বা আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে। অরক্ষিত ফার্নান্দেজ দারুণ প্লেসিংয়ে খুঁজে নেন জাল। ২ মিনিট পর ব্যবধান বাড়ায় তারা। ১৩ মিনিটে ইসা ইজেহর লম্বা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে বাঁ পায়ের বুলেট গতির কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার জনি।
৩৭তম মিনিটে ফাহিমের শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে ক্রসবারে লেগে প্রতিহত হওয়ার পর বল যায় ফার্নান্দেজের কাছে। জটলার ভেতর থেকে প্রথমে হেডের চেষ্টা ব্যর্থ হওয়ার পর কোনোমতে শট নেন এই ব্রাজিলিয়ান, তাতেই বল জালে।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরও ১ গোলে পুলিশ এফসির ম্যাচে ফেরার আশা শেষ করে দেয় কিংস। মিগুয়েলের বুদ্ধিদীপ্ত ফ্রি কিকে জনি বল পেয়ে আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে, নিখুঁত টোকায় স্কোরশিটে নাম তোলেন রাকিব। গত নভেম্বরের পর লিগে প্রথম জালের দেখা পেলেন এই ফরোয়ার্ড। ৭৪তম মিনিটে আল-আমিনের স্পট কিক বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। শেষ দিকে মোহাম্মদ রফিককে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন পুলিশের মোরেনো গুইতো। যোগ করা সময়ে পুলিশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মিগুয়েল।