নতুন বছরে প্রযুক্তি কর্মযজ্ঞে আসবে বহুমাত্রিক অগ্রগতি আর বিধিনিষেধ। নতুন নিষেধাজ্ঞায় যেন সে কথারই কঠিন সিদ্ধান্ত সামনে আনল হোয়াটসঅ্যাপ। কিছু ব্র্যান্ডের নির্দিষ্ট মডেলে হোয়াটসঅ্যাপ আর ব্যবহার করা যাবে না, মিলবে না আপডেট। অবশ্য এমন সিদ্ধান্তের পেছনে কারণ আর যুক্তি দুটোই দেখিয়েছে নির্মাতা মেটা।
কিটক্যাট অপারেটিং সিস্টেম (ওএস) যাত্রা করে ২০১৩ সালে। ক্রমান্বয়ে যার ব্যবহার কমেছে। অধিকাংশ ক্ষেত্রে সময়োপযোগী সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে। ঠিক এমন কারণেই মেটা সিদ্ধান্ত নিয়েছে কিটক্যাট থেকে সাপোর্ট সিস্টেম তুলে নেওয়ার।
আধুনিক অপারেটিং সিস্টেমের যাবতীয় কাজের সঙ্গে এতটা পিছিয়ে থাকা প্রযুক্তির আপডেট চালানো চ্যালেঞ্জের কাজ। ঠিক সে কারণেই মেটার এমন সিদ্ধান্ত। জানা গেছে, পুরোনো অপারেটিং সিস্টেমে অনেক সময়ই নতুন আপডেট সমর্থন করে না। ফলে কাজে যেমন অসুবিধা হয়, তেমনই নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে যায়। হোয়াটসঅ্যাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে মেটা। নতুন বছর থেকেই কার্যকর হবে নতুন নিয়ম। কয়েকটি ব্র্যান্ডের বেশ কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ আর সচল হবে না বলে সাফ জানিয়েছে মেটা। ২০২৫ সালের জানুয়ারি থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।
কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, যেসব অ্যান্ড্রয়েড ডিভাইসে কিটক্যাট অপারেটিং সিস্টেম বা পুরোনো অ্যান্ডয়েড সিস্টেম চলছে, সেসব মডেলে জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ আর সমর্থন পাবে না।
নব্য ঘরানার প্রযুক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপ সমন্বয় ও নিরাপত্তার স্বার্থে মেটা কঠিন নিয়ম কার্যকর করার কথা জানিয়েছে।
যেসব মডেল হোয়াটসঅ্যাপ সমর্থন পাবে না, সেসবের মধ্যে স্যামসাং ব্র্যান্ডের গ্যালাক্সি এসথ্রি, নোট টু, এসিই থ্রি, এস ফোর মিনি মডেল; মটোরোলা ব্র্যান্ডের মোটো জি (ফার্স্ট জেন), রেজার এইচডি, মোটো-টু ২০১৪ মডেল; এইচটিসি ব্র্যান্ডের ওয়ান এক্স, ওয়ান এক্স প্লাস, ডিজায়ার ৫০০, ডিজায়ার ৬০১ মডেল, এলজি ব্র্যান্ডের অপ্টিমাস জি, নেক্সাস ফোর, জিটু মিনি মডেল; সনি ব্র্যান্ডের এক্সপেরিয়া জেড, এক্সপেরিয়া এসপি, এক্সপেরিয়া টি এবং এক্সপেরিয়া ভি মডেল আছে সে তালিকায়।