অল্প সময়ের মধ্যেই দর্শকহৃদয়ে নিজের ছাঁপ রাখতে সক্ষম হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। আগামী ২ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘উলঝ’ সিনেমা। মুক্তির দিনক্ষণ বেশ ঘনিয়ে এসেছে। এ অবস্থায় সিনেমাটির প্রচারণা নিয়েই ব্যস্ত থাকার কথা অভিনেত্রীর। বিপরীতে অসুস্থতার জন্য কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে এ তারকাকে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী চিকিৎসকরা জানিয়েছেন, খাবারে বিষয়ক্রিয়ার কারণে অসুস্থ হয়েছিলেন জাহ্নবী। তবে ঠিক কী হয়েছিল, তা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার নিজেই জানিয়েছেন এ বলি তারকা।
অসুস্থ অবস্থার কথা বলতে গিয়ে এ অভিনেত্রী বলেন, মাঝে একদিন চেন্নাই গিয়েছিলাম। তখন বিমানবন্দরে কিছু খেয়েছিলাম বলে মনে হয়। আর পেটের সমস্যা হওয়ার পর খুবই যন্ত্রণা হচ্ছিল। শরীরও ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল, কাঁপছিলাম।
এ অবস্থায় চিকিৎসকরাও বুঝতে পারছিলেন না, ঠিক কী হয়েছে জাহ্নবীর। ফলে কিছুটা ভয়ে ছিলেন চিকিৎসকরা। অভিনেত্রীর ভাষায়―আমার যকৃতের অবস্থা দেখে বেশ ভয় পেয়েছিলেন চিকিৎসকরা। এ জন্য তিন-চারদিন হাসপাতালে থাকতে হলো আমার। তারাও বোঝার চেষ্টা করছিলেন, ঠিক কী হয়েছে আমার।
জাহ্নবী বলেন, রক্ত পরীক্ষার পর রিপোর্ট হাতে আসে। রিপোর্ট অবশ্য ভয় পাওয়ার মতোই ছিল। এ অবস্থায় শুধু ভাবতেছিলাম যে, ভালো করে আমি ডান্স করতে পারব কিনা।