আজ ১ সেপ্টেম্বর, বিশ্ববিদ্যালয় হিসেবে ২১তম বর্ষপূর্তি উদযাপন করবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
শনিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানসমূহ সংক্ষিপ্ত করে এ অনুষ্ঠান হতে অব্যয়ীত টাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুয়েট এবং খুলনার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থী পঙ্গুত্ব/দৃষ্টি শক্তি রহিত বা অন্যান্য আঘাতপ্রাপ্ত অবস্থায় রয়েছে তাদের জন্য এবং খুলনার পার্শ্ববর্তী স্থানসমূহে বন্যা/বাঁধ ভেঙে যাওয়ার কারণে ত্রাণের প্রয়োজন সে সকল ক্ষেত্রে প্রদান করা হবে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশ, পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েব সাইটের উদ্বোধন ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের (দায়িত প্রাপ্ত) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। সভাপতিত্ব করবেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ হারুনুর রশীদ।
উলেখ্য, প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলেও ১৯৭৪ সালে শিক্ষা কার্যক্রম শুরু হয়, পরবর্তীতে ১৯৮৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিআইটি) এবং দেশের ৪টি বিআইটি বিশ^বিদ্যালয়ের মর্যাদা দেওয়ার জন্য দাবি ওঠে। এর তৎকালীন চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সে দাবি মেনে নেন এবং ১ সেপ্টেম্বর ২০০৩ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিআইটি) হতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন এবং বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।