খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রোকেয়া হলের সাধারণ শিক্ষার্থীদের সাথে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রাশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় রোকেয়া হলের সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা এবং শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেণ।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে এবং সকল যৌক্তিক দাবি এবং শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নে কুয়েট প্রশাসন সর্বদা বদ্ধ পরিকর। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিছুর রহমান ভূঞা উপস্থিত ছিলেন।