গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ সুজন হাসান (২৫), পিতা-শহীদ শেখ, সাং-গুয়াবাড়ীয়া কালিকাবাড়ী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-নিজখামার সরকারী প্রাইমারী স্কুলের পিছনে, থানা-লবণচরা এবং ২) মোঃ আমিনুল ইসলাম মিন্টু(৪০), পিতা-মোঃ আব্দুর সাত্তার শেখ, সাং-মৈশাঘুন্নি, থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি সাং-নয়াবাটি মোড়, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদ্বয়কে খুলনা মহানগরীর লবণচরা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০২ বোতল ফেন্সিডিল আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
