গত ০৯ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখ বিকাল ০৫:৩০ ঘটিকার সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা বাজারের বটতলা মোড়স্থ ‘‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ” নামক বন্ধ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১) মাফিজা@মাফি(৩৫), স্বামী-গাউছ হাওলাদার, সাং-০৫ নং মাছঘাট বি-ব্লক গ্রীনল্যান্ড আবাসন, থানা-খুলনা; ২) নাজমা বেগম(২৫), স্বামী-পারভেজ হাওলাদার, সাং-০৫ নং মাছঘাট বি-ব্লক এরশাদ আলী স্কুলের পিছনে, থানা-খুলনা; ৩) লিপি খাতুন(২০), স্বামী-রহিম শেখ, সাং-০৫ নং মাছঘাট বি-ব্লক গ্রীনল্যান্ড আবাসন, থানা-খুলনা এবং ৪) মোঃ বিল্লাল খান(২১), পিতা-মোঃ আফজাল খান, সাং-০৫ নং মাছঘাট সি-ব্লক গ্রীনল্যান্ড আবাসন, থানা-খুলনা, খুলনা মহানগরীদের কে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা দায়ের করা হয়েছে।
Leave a comment
সর্বশেষ
- Advertisement -






