গত ১৮ অক্টোবর ২০২১ খ্রি: তারিখ বিকাল ০৪.১০ ঘটিকায় লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম উক্ত থানাধীন খোলাবাড়িয়াস্থ জিরোপয়েন্ট টু রূপসা ব্রীজগামী মহাসড়কের দক্ষিণ পাশে ক্যাফে ডি এ্যান্টেলিয়া রেষ্টুরেন্টের মূল গেটের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১) সৈয়দ আসাবুর রহমান@সবুজ(২৬), সাং-রূপসা নতুন বাজার মোকসেদ গলি, থানা-খুলনা এবং ২) সৈয়দ আসিবুর রহমান@ সোহাগ(১৯), পিতা-আমজাদ হোসেন স্বপন, সাং-রূপসা নতুন বাজার মোকসেদ গলি, থানা-খুলনা, খুলনা মহানগরীদ্বয়’কে মহানগরীর লবণচরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা রুজু করা হয়েছে।