গত ২২/১০/২০২১ খ্রি: তারিখ আটরা আফিলগেট চেকপোস্টে চেকিং ডিউটি করাকালে ১০.৩০ ঘটিকার সময় উক্ত থানাধীন আটরা আফিলগেট বাইপাস পুলিশ চেকপোস্টের সামনে খুলনা যশোর মহাসড়কের পূর্ব পাশে রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ০১) মোঃ খলিলুর রহমান(৩৮), পিতা-সোবহান হাওলাদার, মাতা-হাসিনা বেগম, সাং-মানিকতলা মহেশ্বরপাশা (জনৈক হাজী ফারুকের বাড়ীর ভাড়াটিয়া), থানা-দৌলতপুর, জেলা-খুলনা’কে একটি বাজারের ব্যাগের ভিতর সাদা পলিথিনে মোড়ানো কসটেপ দ্বারা আবৃত ০১ (এক) পোটলা গাঁজা, যাহার ওজন ০১ (এক) কেজি এবং যাহার মূল্য অনুমান ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা’সহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে খানজাহান আলী থানার মামলা নং-১০, তাং-২২/১০/২০২১ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৯(ক) রুজু করা হয়েছে।
You Might Also Like
administer22
Leave a comment