প্রিমিয়ার লিগের শীর্ষ পর্যায়ের দল চেলসির অন্যতম মালিক টোড বোহলি এবার ক্রিকেটে যুক্ত হলেন। যুক্তরাজ্যের ১০০ বলের ক্রিকেট দ্য হানড্রেডের দল ট্রেন্ট রকেটসের মালিকানা নিয়েছেন তিনি।
সংবাদ মাধ্যম জানিয়েছে, নিলামে বড় বড় প্রতিষ্ঠানকে হারিয়ে দলটির ৪৯ শতাংশ মালিকানা অধিগ্রহণ করেছে বোহলির প্রতিষ্ঠান কেইন ইন্টারন্যাশনাল।
এই মালিকানা পেতে ৮০ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম। বোহলির কেইন ইন্টারন্যাশনাল ট্রেন্ট রকেটসের মালিকানায় আসতে নিলামে আইপিএলের দল কেকেআর-এর মালিক এবং ভারতীয় ব্যবসায়ী অমিত জেইনকে হারিয়েছেন। অমিত পূর্বে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে ছিলেন।
হ্যানড্রেডে প্রতি মৌসুমে ৮ দল অংশ নেয়। এর মধ্যে ৭ দলের মালিকানা ইসিবির হাতছাড়া হয়ে গেছে। হ্যাম্পাশায়ারের সাউদার্ন ব্রেভ কেবল ইংলিশ বোর্ডের অধীনে আছে। তবে দিল্লি ক্যাপিটালস গ্রুপ ক্লাবটিকে কিনে নিতে পারে বলে মনে করা হচ্ছে।
টোড বোহলি একজন আমেরিকান ব্যবসায়ী। ২০২২ সালে তিনি প্রিমিয়ার লিগ ফুটবলে যুক্ত হন। রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচের থেকে তিনি চেলসির মালিকানা নেন। পরে ফ্রান্স লিগে স্টার্সবার্গের মালিকানা নেন। এবার ক্রিকেটে যুক্ত হলেন তিনি।