খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি (কেটিআরইউ)’র নব নির্বাচিত নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। রবিবার বেলা ১১ টায় খুলনা প্রেস ক্লাব প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন এর সাবেক সভাপতি এস এম জাহিদ, পেশাজীবি সাংবাদিক সুরক্ষা মঞ্চের আহবায়ক ও কেটিআরইউ এর নব নির্বাচিত নির্বাহি সদস্য এস এম হাবিব, খুলনা সাংবাদিক ইউনিয়ন এর সাবেক সভাপতি ও কেটিআরইউ এর নব নির্বাচিত নির্বাহি সদস্য মুন্সি মোঃ মাহাবুব আলম সোহাগ, খুলনা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি সাঈদুজ্জামান সম্রাট, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সভাপতি বাবুল আকতার, কেইউজে’র নব নির্বাচিত সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন, কেটিআরইউ’র নব নির্বাচিত সাধারণ সম্পাদক অভিজিৎ পাল, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম ডালিম, কেটিআরইউ এর সাবেক সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত নির্বাহি সদস্য আমীরুল ইসলাম, এন টিভির খুলনা ব্যুরো প্রধান তৈয়ব মুন্সি, খুলনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, খুলনা টিভি ক্যামেরস জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হাসান আল মামুন, কেইউজে’র নির্বাহি সদস্য সাগর সরকার, সাংবাদিক শহিদুল ইসলাম, আরীফ রহমান প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সহোদর শহীদ শেখ আবু নাসের সহ ১৫ আগষ্ট নিহত সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সাথে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কেটিআরইউ’র সকল অগঠনতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
Leave a comment