ত্রিনিদাদের উইকেট বেশ চেনা আফগানদের। এখানে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে তারা। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ খেলেছেন দলটির অনেকে। এমনকি এবারের বিশ্বকাপেও দুটি ম্যাচ এই ব্রায়ান লারা স্টেডিয়ামে খেলেছে তারা। কিন্তু উইকেট চেনা-জানা বন্ধুর মতো আচরণ করেনি। টস জিতে ব্যাটিং নিয়ে তাই ভুলটা করেছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।
ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, হার-জিত যা-ই হোক ভালো ক্রিকেট খেলতি চেয়েছিলেন তারা। এই বিশ্বকাপ থেকে তাদের অনেক অর্জন। টুর্নামেন্ট উপভোগ করেছেন তারা। বিশ্বকাপ থেকে অনেক অভিজ্ঞতা পেয়েছেন। পেয়েছেন আত্মবিশ্বাস ও যেকোন দলকে হারাতে পারার বিশ্বাস।
রশিদ খান বলেন, ‘দল হিসেবে ম্যাচটা কঠিন ছিল। হয়ত আরও ভালো করতে পারতাম, কিন্তু কন্ডিশন আমাদের তা করতে দেয়নি। এটাই আসলে টি-২০ ক্রিকেট, আপনাকে সব ধরনের কন্ডিশনের জন্য প্রস্তুত থাকতে হবে। তারা খুব ভালো বোলিং করেছেন। তবে আমি মনে করি, এই টুর্নামেন্ট থেকে আমরাও ভালো সাফল্য পেয়েছি।’
আফগান ক্রিকেট কাঠামোর দিক থেকে বেশ গোছালো। তরুণ প্রতিভা তুলে আনায় জুড়ি নেই তাদের। এই প্রক্রিয়া ধরে রেখে এবং বিশ্বকাপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে আরও ভালো কিছু করতে চান রশিদ খান, ‘আমরা টুর্নামেন্ট উপভোগ করেছি। সেমিফাইনালে উঠে আবারও দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের কাছে হারলে তা মেনে নেব। এটা আমাদের শুরু। এই বিশ্বকাপ আমাদের অভিজ্ঞতা দিয়েছে, আত্মবিশ্বাস দিয়েছে। বিশ্বাস জন্মেছে যে, যেকোন দলকে আমরা হারাতে পারব। এখন আমাদের শুধু কঠিন পরিস্থিতি সামলানো শিখতে হবে।’