দেশে গত এক দিনে আরও ১৫ হাজার ৭৭৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ২৩৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৫ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১৫ হাজার ৭৭৬ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।
এ নিয়ে দেশে মোট ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন কোভিড রোগী শনাক্ত হল; আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হল মোট ২১ হাজার ৩৯৭ জনের।
সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৬ হাজার ২৯৭ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।