অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির পারফরম্যান্স আশানুরূপ ছিল না। পুরো সিরিজে আট ইনিংসে সবকটিতে পেছনে ক্যাচ দিয়ে আউট হন কোহলি। তার ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগ বাড়লেও এই সংকট কাটিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন সাবেক প্রোটিয়া ব্যাটিং তারকা এবি ডি ভিলিয়ার্স।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লাইভ সেশনে কোহলির ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘প্রতিটি ব্যাটসম্যানেরই কিছু দুর্বলতা থাকে। আমার জন্য এটি ছিল সোজা বলে এলবিডব্লিউ হয়ে যাওয়া। ক্যারিয়ারের শেষ পর্যায়েও সেই দুর্বলতা আমাকে ভাবিয়েছে। কোহলির ক্ষেত্রেও একই রকম কিছু হয়েছে। তবে এসব দুর্বলতা কাটাতে দরকার মানসিক দৃঢ়তা ও প্রচুর পরিশ্রম।’
কোহলির ফর্ম পুনরুদ্ধারে ডি ভিলিয়ার্স সহজ একটি পরামর্শ দেন, ‘কোহলি ফিল্ডের লড়াইয়ে অনেক বেশি জড়িয়ে পড়েন। এটি তার সবচেয়ে বড় শক্তি, তবে মাঝে মাঝে এটি দুর্বলতাও হয়ে দাঁড়ায়। এই সিরিজে তাকে দেখা গেছে খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বে এবং দর্শকদের সঙ্গে প্রতিক্রিয়া বিনিময় করতে। এই বিষয়গুলো তাকে রিসেট বাটন চাপতে বাধা দেয়।’
সিরিজের শেষ ইনিংসেও কোহলিকে অস্ট্রেলিয়ার দর্শকদের উদ্দেশে স্যান্ডপেপারগেটের ইঙ্গিত দিতে দেখা যায়। তবে তার ব্যাটিং এই আগ্রাসনকে সমর্থন করতে পারেনি। আট ইনিংসে তার মোট রান ছিল মাত্র ১৯০।
ডি ভিলিয়ার্স আরও বলেন, ‘কোহলি লড়াই পছন্দ করেন। তবে যখন আপনি জীবনের সেরা ফর্মে নেই, তখন এই বিষয়গুলো বাদ দিয়ে প্রতিটি বলকে আলাদা একটি ঘটনা হিসেবে দেখতে হবে এবং বোলারকে ভুলে যেতে হবে। বিরাটের মতো মহান ব্যাটসম্যানের ক্ষেত্রে সমস্যা দক্ষতায় নয়, বরং প্রতিটি বলের পর মানসিকভাবে পুনরায় মনোযোগ দিতে পারায়।’
ডি ভিলিয়ার্সের মতে, কোহলির অভিজ্ঞতা এবং প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই। তবে তাকে নিজের স্বাভাবিক লড়াকু মানসিকতাকে সাময়িকভাবে নিয়ন্ত্রণে এনে প্রতিটি বল আলাদা ভাবে দেখতে হবে।