ঘরোয়া ফুটবলের দল বদলে প্রথমে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেননি জামাল ভূঁইয়া। দল বদলের সময় শেষ হওয়ার পর ব্রাদার্স ইউনিয়ন নিজেদের ডেরায় নিয়ে নেয় বাংলাদেশ অধিনায়ককে। নির্দিষ্ট সময়ে দল বদল সম্পন্ন না করায় নতুন মৌসুমের প্রথম লেগে গোপীবাগের ক্লাবটির হয়ে খেলা হচ্ছে না ডেনমার্ক প্রবাসী এ ফুটবলারের। তার পরও ব্রাদার্সের সঙ্গে অনুশীলন চালিয়ে যান তিনি।
নভেম্বরে ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য নিজেকে তৈরি করতে থাকেন জামাল। তবে কিংস অ্যারেনায় ১৬ ও ১৬ নভেম্বর অনুষ্ঠেয় প্রীতি ফুটবল ম্যাচের জন্য বাংলাদেশ কোচ ১৬ সদস্যের যে আংশিক দল ঘোষণা করেছেন, তাতে নেই জামাল ভূঁইয়া। বাকি যারা ডাক পেয়েছেন, তাদের সবারই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। এএফসি চ্যালেঞ্জ লিগে খেলা বসুন্ধরা কিংসের ফুটবলাররা ৩ নভেম্বর দেশে ফিরলে পুরো দল নিয়ে অনুশীলন শুরু করবেন হ্যাভিয়ের ক্যাবরেরা। শুক্রবার আংশিক দল নিয়ে ক্যাম্প শুরু করবেন স্প্যানিশ কোচ।
জামালের বাদ পড়াটা নিয়ে ফুটবলাঙ্গনে চলছে আলোচনা–সমালোচনা। অনেক দিন খেলার বাইরে থাকা এবং শুরুতে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি না করায় জামালের জাতীয় দলে ঢোকাটা যে কঠিন হবে, তা অনুমেয়ই ছিল। কিছুদিন কোচ ক্যাবরেরা জানিয়েছিলেন, জাতীয় দলের জন্য জামালের সুযোগ ফিফটি ফিফটি। বুধবার দেখা গেছে, ক্যাবরেরার বিবেচনায় নেই জামাল। ডেনমার্ক প্রবাসী এ মিডফিল্ডারকে কী কারণে আংশিক স্কোয়াডে রাখেননি, তা জানতে চাইলে সাড়া মেলেনি ক্যাবরেরার দিক থেকে।
বাদ পড়ার বিষয়ে হোয়াটসঅ্যাপে কয়েকবার ফোন দিলেও রিসিভ করেননি জামাল। তবে অন্য একটি সূত্রে জানা গেছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য মালদ্বীপ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জামাল। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি তুলে ধরেছেন তিনি, ‘পারিবারিক কারণে নভেম্বরে অনুষ্ঠেয় দুটি ম্যাচে জাতীয় দলের হয়ে থাকতে পারছি না। ম্যানেজমেন্ট এবং কোচ ইতোমধ্যে আমার বিষয়টি অবগত আছেন।’
বাংলাদেশ দল : মিতুল মারমা, মো. সুজন হোসেন, মুরাদ হাসান, মেহেদি হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, সাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজউদ্দিন, হৃদয়, শাহ কাজেম কিরমানি, পাপন সিংহ, দিদারুল আলম, শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ ও মিরাজুল ইসলাম।