আগামীকাল শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘রাগী’ সিনেমাটি। এই ছবির মাধ্যমে ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী মুনমুন। চলচ্চিত্রটিতে খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুনমুন জানিয়েছেন, এখন থেকে খল নায়িকা হিসেবেই দেখা যাবে তাকে।
এ প্রসঙ্গে মুনমুন বলেন, ‘এখন থেকে খল চরিত্রে অভিনয় করব, আর নায়িকা হয়ে পর্দায় আসবে না।’
এসময় সিনেমাটি নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি আমার মতো করে নিজের সেরাটা দিয়ে অভিনয় করতে চেষ্টা করেছি। আশা করি, দর্শকের ভালো লাগবে। গল্পটাই মূল এখানে। খুব সুন্দর গল্প! সবগুলো চরিত্রের মধ্যে ফিল্মি স্টাইল আছে। দর্শক সিনেমাটি দেখলে হাসবেন, কাঁদবেন আবার রেগেও যাবেন।’
অ্যাকশনধর্মী সিনেমা ‘রাগী’ পরিচালনা করেছেন মিজানুর রহমান মিজান। এতে মুনমুন ছাড়াও অভিনয় করেছেন আচল ও আবীর চৌধুরী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, মারুফ, সনি রহমান, কাজী হায়াৎ সহ আরও অনেকে।

