দেশের চলমান বন্যা পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ক্যাফেটেরিয়াতে দ্বিতীয় দিনের মতো চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচি।
আজ (রবিবার) সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে এবং চলবে রাত ১০টা পর্যন্ত।
সরেজমিনে যেয়ে দেখা যায়, খুলনা নগরীর বিভিন্ন স্থান থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠান বন্যার্তদের জন্য জামা ও খাবারসহ অনান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন। এছাড়াও সংগ্রহ করা হচ্ছে অর্থ তহবিল। বিশেষ করে ঔষধ, শিশুখাদ্য, শুকনা খাদ্যদ্রব্য, চাল, ডাল, তেল, এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী প্রদানে উৎসাহিত করছেন
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকালই বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান থেকে অনলাইন-অফলাইনে পাওয়া তহবিলের পরিমাণ ছিলো ৯ লাখ ৫৪ হাজার ৪৫৩ টাকা।
সংগ্রহ করা ত্রাণ সামগ্রী নির্ধারিত পরিমাণে প্যাকেজিং করে ট্রাকে ও বিশ্ববিদ্যালয়ের বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন জেলায়।
প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিয়াম বুলবুল বলেন, ‘আমরা খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলমান রেখেছি। শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করছেন।
তিনি আরো বলেন, আমাদের কাছে পর্যাপ্ত পরিধেয় কাপড় গতকাল থেকে আসছে। এখন যারা ত্রাণ নিয়ে আসবেন তারা বিশেষ করে ঔষধ, শিশুখাদ্য, শুকনা খাদ্যদ্রব্য, চাল, ডাল, তেল ও সুপেয় পানির বিষয়গুলো গুরুত্বারোপ করবেন।
ত্রাণ সহায়তা করবেন যেভাবে–
খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে সরাসরি উপস্থিত হয়ে নগদ অর্থ, খাদ্য-সামগ্রী, ওষুধ ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দেয়া যাবে। অনলাইনে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক একাউন্টের মাধ্যমে নিম্নোক্ত নাম্বারগুলোতে অর্থ সহায়তা পাঠানো যাবে।
bKash (Personal)
01728030394 (Imran ’20) 01853734387 (Samrat ’20)
01701019806 (Bulbul ’20) 01978518525 (Asif ’20)
NAGAD (Personal)
01728030394 (Imran ’20) 01853734387 (Samrat ’20)
01701019806 (Bulbul ’20) 01772762029 (Asif ’20)
ROCKET (Personal)
017280303943 (Imran ’20) 018537343870 (Samrat ’20)
017010198065 (Bulbul ’20) 019785185250 (Asif ’20)
ISLAMI BANK
Account: 20501070206782808
Account Name: Asif Khan
Routing No: 125471543
Branch: Khulna Dakbangla
AGRANI BANK
Account: 0200019016954
Name: Md. Shohel Al Samrat
Routing No: 010471690
Branch: Khulna University
DUTCH BANGLA BANK
Account: 1201580119730
Account Name: Asif Khan
Routing No: 090471544
Branch: Khulna Moylapota