আজ শুক্রবার ভোরে খুলনা নগরীর শামসুর রহমান রোডে কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবু ও সোহাগ সৌরভের বাড়িতে যৌথ বাহিনীর একটি সফল অভিযান পরিচালিত হয়েছে। সকাল ৪টা থেকে ৮টা পর্যন্ত চলে এ অভিযান। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, মোটরসাইকেল ও নগদ অর্থ।জানা যায়, ভারতীয় উপ-হাই কমিশন অফিসের সামনে ০৭ ও ০৮ নম্বর বাড়িতে অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেনেড বাবুর বাসা থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি চাপাতি, দুটি এফজেড ভার্সন-টু ব্লু কালারের মোটরসাইকেল এবং নগদ ১২ লক্ষ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।অপরদিকে, সোহাগ সৌরভের বাসা থেকে উদ্ধার করা হয়েছে ১৩ লক্ষ ৯৪ হাজার ৫৩৩ টাকা ও ৪,২৪০ ভারতীয় রুপি।ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেনেড বাবুর ভাই রাব্বি, পিতা মিন্টু চৌধুরী এবং সোহাগ সৌরভের মা-কে। বর্তমানে তারা সদর থানার পুলিশ হেফাজতে রয়েছেন।স্থানীয় সূত্র বলছে, এলাকায় দীর্ঘদিন ধরে এই দুটি পরিবার সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে জড়িত। অভিযান শেষ হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইন-শৃঙ্খলা বাহিনী সেখানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে।
খুলনায় গ্রেনেড বাবু ও সোহাগ সৌরভের বাসায় যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, টাকা ও মোটরসাইকেল উদ্ধার

You Might Also Like
সিনিয়র এডিটর
Leave a comment
সর্বশেষ
- Advertisement -


