পাটের হারানো গৌরব ও সোনালী দিন ফিরিয়ে আনতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। কৃষকদের দেয়া হয়েছে প্রণোদনা। এ বছর খুলনা কৃষি অঞ্চলের ৪জেলায় ৩৯১৪১ হেক্টর জমিতে পাট আবাদর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ করা হয়েছে ৩৯৩৪৪ হেক্টর। বেশী আবাদ করা হয় ২০৩হেক্টর। পাটের মধ্যে রয়েছে দেশী, তোষা ও মেস্তা কৃষক অঅবাদ করছেন। এখন চলছে কর্তনের মহোৎসব। ৫২০০৭০বেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সূত্র জানিয়েছে, ২০২৪-২৫ অর্থ বছরে খুলনা কৃষি অঞ্চলের মধ্যে খুলনা জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৪০৬ হেক্টর। আবাদ করা হয়েছে ১৪৪৭হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৯২৬৭বেল। বাগেরহাট জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৯৬৫হেক্টর। আবাদ করা হয়েছে ১৯২৭হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৫৯৮১বেল। সাতক্ষীরা জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১১৮৭০হেক্টর। আবাদ করা হয়েছে ১২৫৪০হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৪৭৩৯২বেল এবং নড়াইল জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৩৯০০হেক্টর। আবাদ করা হয়েছে ২৩৪৩০হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩২৭৪৩০বেল। পাটের আরেক নাম সোনালী আঁশ। এর পাতা সবজি হিসেবে ব্যাবহার করা হয় এবং কাঠিও নানা কাজে ব্যবহৃত হয়ে থাকে।
খুলনা কৃষি অঞ্চলে ৪জেলায় পাটে প্রণোদনা পাচ্ছেন ২হাজার ক্ষুদ্র,প্রান্তিক ও মাঝারি কৃষক। ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১’র ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকার বিনা মূল্যে প্রত্যেক কৃষককে ১কেজি করে ২০০০ কেজি তোষা পাট বীজ বিতরণ করা হয়। কৃষকদের জন্য ৪৪লাখ ৫০হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষকদের নগদ টাকার পরিবর্তে বীজ দেয়া হয়।
সূত্র আরো জানিয়েছেন, প্রণোদনার এসব পাট বীজ দিয়ে কৃষক জেলায় পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করবেন। উপজেলা পর্যায়ে বীজ ও সার প্রণোদনা কমিটি রয়েছে। কৃষকের তালিকা করা হয়। তালিকা অনুযায়ী কৃষকদের মাঝে পাটের বীজ বিতরণ করা হয়।
চলছে পাট কর্তন, জাক দেয়া ও শুকানোর কাজে ব্যস্তসময় পার করছেন কৃষক। কর্তন প্রায় শেষ পর্যায়ে। কৃষক পুকুর, ডোবা ও নালায় যেখানে সুযোগ পাচ্ছেন সেখানে জাক দিচ্ছেন। জাক দেয়ার জন্য যথেষ্ট পরিমান বৃষ্টি ও পানি রয়েছে। কৃষি সম্প্রষারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিভাষ চন্দ্র সাহা বলেন, পাট চাষে সরকার কৃষকদের প্রণোদনা দিয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ভালো হবে। পাট চাষ, কর্তন ও জাক দেয়ার জন্য যথেষ্ট বৃষ্টিপাত রয়েছে। তিনি কৃষকদের বেশী করে পাট চাষে আগ্রহী হওয়ার জন্য অনরোধ জানিয়েছেন।