
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও খুলনা ওয়াসা (ওয়াসা) যৌথভাবে একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে, যার মাধ্যমে বস্তিহারা ও রূপসা চর এলাকার নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা আধুনিকায়ন করা হবে।
এই প্রকল্পের অর্থায়নে সহায়তা দেবে ইউনিসেফ।
বুধবার কেসিসি ভবনের জিআইজেড অডিটোরিয়ামে “খুলনা সিটি করপোরেশনে ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম” শীর্ষক প্রকল্পের ওরিয়েন্টেশন সভায় এই তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ত পানির অনুপ্রবেশের ফলে উপকূলীয় ও গ্রামীণ এলাকায় কৃষি উৎপাদন কমে গেছে। ফলে জীবিকার সন্ধানে অনেক মানুষ শহরে চলে এসেছে এবং তারা বস্তিতে বসবাস শুরু করেছে। এসব বস্তিতে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, ড্রেনেজ এবং শিক্ষা—এই মৌলিক সেবা সীমিত।
ফলে, এসব এলাকার বাসিন্দারা, বিশেষত নারী ও শিশুরা, পানিবাহিত রোগ, চর্মরোগ, শ্বাসযন্ত্রের সমস্যা এবং প্রজনন স্বাস্থ্য সমস্যাসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হচ্ছেন।
এই বাস্তবতাকে সামনে রেখে প্রকল্পটির লক্ষ্য হলো—বস্তিসংলগ্ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পানীয় জল, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সেবার আধুনিকায়ন।
প্রকল্পের আওতায় বস্তিহারা ও রূপসা চর বস্তিতে:
নিরাপদ পানির জন্য ওয়াটার এটিএম বুথ স্থাপন,
বর্জ্য পরিশোধন প্ল্যান্ট নির্মাণ,
আধুনিক স্যানিটেশন ব্যবস্থা চালু,
চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করা হবে।
সভায় জানানো হয়, এই প্রকল্পের ফলে প্রায় ৮০ হাজার নিম্ন আয়ের মানুষের উপকার হবে।
এছাড়া, প্রকল্প বাস্তবায়নের জন্য বস্তিহারা ও রূপসা চরে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপনের জন্য জমি বরাদ্দ, পানি পরিশোধন প্ল্যান্টের নকশা অনুমোদন, স্যুয়ার পাইপলাইনের জন্য বিদ্যুৎ সংযোগ, সেপটিক ট্যাংক নির্মাণ, খোলা ড্রেন থেকে সেপটিক ট্যাংক বিচ্ছিন্নকরণ, ঝুলন্ত টয়লেট অপসারণ এবং সেপটিক ট্যাংক পরিস্কারের জন্য দরিদ্রবান্ধব মূল্য নির্ধারণের আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক মো. ফিরোজ সরকার বলেন, “এই প্রকল্প সময়োপযোগী। এর সফল বাস্তবায়নের জন্য উপকারভোগীদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং কেসিসি কর্মীদের প্রশিক্ষণের বিকল্প নেই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. হোসেন শওকত এবং ইউনিসেফের ওয়াশ বিভাগের প্রধান পিটার মেইস।
সভায় আরও উপস্থিত ছিলেন—খুলনা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান সেলিম আহমেদ, ইউনিসেফ খুলনা বিভাগের প্রধান মো. কাওসার হোসেন, ওয়াশ অফিসার ডা. ফারিয়া ফাহিম বাদন, মো. আশফাকুর রহমান, আসিফ আহমেদ (ডব্লিউএইচও প্রোগ্রাম অফিসার), কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান, ৯ ও ২২ নম্বর ওয়ার্ডের কর্মকর্তাসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।
সভায় ইউনিসেফের ওয়াশ বিশেষজ্ঞ মো. শফিকুল আলম প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন।