খুলনার ডুমুরিয়া উপজেলায় মোটরসাইকেলের গতিরোধ করে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে।
উপজেলার খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্ব পাশে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে বলে ডুমুরিয়া থানার ওসি এম এ হক জানান।
নিহত ২৫ বছর বয়সী রাসেল গাজী খর্নিয়া গ্রামের মোতালেব গাজীর ছেলে এবং প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “রাসেল মোটরসাইকেলে করে খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্ব পাশে এলাকায় পৌঁছালে অপর একটি মোটরসাইকেলে করে আসা দুজন তার গতিরোধ করে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা রাসেলকে মৃত ঘোষণা করেন।”
লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলেও ওসি এম এ হক জানান।