খুলনায় হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত ভুয়া নার্সদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফরা। মঙ্গলবার সকালে নগরির ময়লাপোতা মোড়ে বৈষম্যবিরোধী নার্সেস সোসাইটির উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধন চলাকালে বৈষম্যবিরোধী নার্সেস সোসাইটি খুলনার সমন্বয়ক শ্রাবনী হালদার ,নার্স শাহানাজ পারভরন জোতি , তমালিকা কিত্তনীয়া, আয়শা,নিশাত তাসনিমসহ নগরীর সরকারি-বেসরকারি তিনটি ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বক্তব্য দেন। নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বলেন, ভুয়া নার্সদের ভুল সেবায় প্রায়ই রোগীদের মৃত্যু হয়। সেই মুহূর্তে রোগীদের স্বজনরা নার্সদের অদক্ষ হিসেবে অপবাদ দেন। এর আড়ালের গল্প কেউ দেখতে আসে না। বিপরীতে একজন রেজিস্টার্ড নার্সকে দীর্ঘ সময় ধরে নার্সিং বিষয়ে পড়াশোনা করে এর পর কর্মক্ষেত্রে যোগ দিতে হয়। অথচ ভুয়াদের দাপটে প্রকৃত নার্সরাই এখন কর্মহীন। অবিলম্বে হাসপাতাল-ক্লিনিক থেকে ভুয়া নার্সদের অপসারণ দাবি করেন তিনি।
আরও বলেন, ভুয়া নার্সদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে, এদের কারণে প্রকৃত নার্সদের কর্মক্ষেত্রে টিকে থাকা কঠিন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা সিভিল সার্জনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে ভুয়া নার্সদের অপসারণে স্বাস্থ্য বিভাগকে আলটিমেটাম দেন তারা।
খুলনার সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলাম বলেন, ভুয়া নার্সদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সঙ্গে এরই মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি, প্রকৃত নার্সরা শিগগির তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন