খুলনার রূপসা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে সেনের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আরিফ (২৩), তিনি খুলনা সদর থানাধীন মোহাম্মদ আলীর ছেলে।
টাকা নিয়ে বিরোধ, অতঃপর মৃত্যু পুলিশ জানায়, খুলনা সদর এলাকার বাসিন্দা আরিফ দীর্ঘদিন ধরে কসাই রুবেলের সঙ্গে মাংসের ব্যবসা করতেন। আরিফ রুবেলের কাছে ২ লাখ ৫০ হাজার টাকা পাওনা ছিলেন। শুক্রবার সন্ধ্যায় পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে ধস্তাধস্তিতে রূপ নেয়।
এ সময় রুবেল ক্ষিপ্ত হয়ে ধারালো চাপাতি দিয়ে আরিফের মাথায় আঘাত করেন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে আরিফের মৃত্যু হয়।
সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ হয়, এতে শাহীনসহ আরও কয়েকজন আহত হন বলে জানিয়েছেন রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান।পুলিশ অভিযুক্ত রুবেল কসাইকে আটকের জন্য অভিযান চালাচ্ছে এবং পুরো ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে।