খুলনায় ধানক্ষেত থেকে গলায় গামছা পেচানো অবস্থায় তুহিন মোল্যা (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় খুলনা মহানগরীর ফুলতলাস্থ যুগ্নিপাশা এলাকার ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে হানিফ পরিবহনের সুপারভাইজারের দায়িত্বে ছিলো বলে জানা গেছে।
নিহত তুহিন স্থানীয় মোহাম্মদ আলী মোল্যার ছেলে। তার স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
নিহতের ছোটভাই মামুন মোল্যা বলেন, বেলা দেড়টার দিকে দুই ভাই যুগ্নিপাশা মাঠের ধানক্ষেতে পানি দিতে যাই। ব্যস্ততার কারণে আমি চলে আসলেও বড় ভাই তুহিন ধান ক্ষেতে স্যালো মেশিন দিয়ে পানি দিতে থাকেন। আনুমানিক একঘন্টা পর তাকে ফোন দেয়া হয়। তবে ফোন বাজতে থাকলেও সেটি রিসিভ না হওয়ার কারণে আমরা ঘটনাস্থলে গিয়ে ধান ক্ষেতের পাশে একটা ছবেদা গাছের ডালের সাথে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। তবে তার পা মাটিতে লাগানো ছিল। হয়তো তাকে পূর্ব শত্রুতার জের ধরে বা অন্য কোন কারণে প্রতিপক্ষ তার গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার বলেন, বিকেল ৪টার দিকে মোবাইল ফোনে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশ গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের জন্য থানায় নিয়ে আসে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে হত্যার আলামত পাওয়া যায়নি। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়না তদন্তের রিপোর্টে জানা যাবে।
পিএসএন/এমঅাই