খুলনার আদালতের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সমন্বয়ে “কোর্ট রিপোর্টার ইউনিটি” গঠন করা হয়েছে। অদ্য ৫মার্চ ২০২২ ইং তারিখে ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সর্ব সম্মতিক্রমে ৭সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।আগামী ৩বছর এ কমিটির মেয়াদকাল থাকবে।
যেখানে সভাপতি পদে এম এ জলিল (দৈনিক খুলনাঞ্চল) এবং সাধারন সম্পাদক পদে সোহাগ দেওয়ান (দৈনিক সময়ের খবর) অনুমোদন করা হয়েছে।
এছাড়া সহ সভাপতি প্রবীর কুমার বিশ্বাস (দৈনিক খুলনা), যুগ্ম সম্পাদক এড. মাসুম বিল্লাহ (খুলনা প্রতিদিন ডট কম), কোষাধ্যক্ষ এড. মামুন খান (দৈনিক জন্মভুমি), প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মোঃ আউয়াল শেখ (প্রবর্তন), কার্যনির্বাহী পরিষদ মেম্বার মোঃ রায়হান মোল্লা (দৈনিক প্রবাহ)।
পি এস/এন আই
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত