ঘিলিয়ায় গৃহকমীর্কে ধর্ষণের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে খুলনা জেলার ঘিলিয়া থানা পুলিশ। ২৩/০৩/২০২৫ রাত অনুমান ০১.০০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে ঘিলিয়া থানাধীন চন্দ্রনীমহল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারক…তের নাম— মোঃ এমাগাজী (৩৭)। প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারক…ত মোঃ এমাগাজী ঘিলিয়ার সেনহাটি ইউনিয়নের চ›নীমহল বাজারের মুরগীর। ভিকটিম চন্দ্রনীমহল বাজার সংলগ্ন একটি ভাড়া বাড়ীতে বসবাস করে এবং বিভিন্ন বাসা—বাড়িতে কাজ করে । ভিকটিমের ভাড়া বাসা চ›নীমহল বাজার সংলগ্ন হওয়ায় বাজারের উপর িয়ে যাতায়াতের পে বিভিন্ন সময়ে গ্রেফতারকৃত মোঃ এমা গাজী ভিকটিমে কুপস্তাবে
। ভিকটিম তার কুপস্তাবে রাজী না হওয়ায় সে বিভিন্ন ধরণের কৌশল অবলম্বন করতে থাকে। এরই ধারাবাহিকতায় অনুমান এক বছর পূর্বে ̄’ানীয় একজন ভ ̈ান চালকের মাধ ̈মে বিয়ের অনুষ্ঠানের মুরগী কাটার কথা বলে ভিকটিমকে তার মুরগীর নিয়ে যায় এবং রাত অনুমান ০১.০০
ঘটিকা পর্যন্ত মুরগী কাটার কাজ করায়। রাত গভীর হওয়ায় এবং বাজারে কোন লোকজন নাকায় গ্রেফতারকৃত মোঃ এমা গাজী ভিকটিমকে মুরগীর দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে এবং এ বিষয়ে কাউকে না জানানোর জন ̈ বিয়ের প্রতিশ্রম্নতি য়ে। পরবতীর্তে বিয়ের প্রলোভনে একাধিকবার ভিকটিমের সাে ধর্ষণের ঘটনা ঘটায়। গত ০৫/০২/২০২৫ খিধঃ রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় গ্রেফতারকৃত
মোঃ এমা গাজী ভিকটিমের ভাড়া বাসায় গিয়ে শীঘধই কাবিন করে বিবাহের প্রতিশ্রম্নতি িয়ে ধর্ষণ করে এবং বিবাহ না করে ভিকটিমকে বিভিন্ন ধরণের ভয়—ভীতি প্রর্শন করে।
এই ঘটনায় ঘিলিয়া থানায় নারী ও শিশু নির্যাতনমন আইনে একটি মামলা রুজুহয়েছে এবং
গ্রেফতারকৃত মোঃ এমা গাজীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a comment