খুলনা জেলার রূপসা ানাধীন কিসমত খুলনা ক্যাম্প পুলিশ অবৈধ গোলাবারুও মাক্রব্য ক্রয়—বিক্রয়কালে ১ জনকে গ্রেফতার করেছে। গত ০৮/০৪/২০২৫ গয়েন্ধা ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের নিকলাপুর এলাক হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম—১। মোঃ তাজুল হোসেন তাজ (২৫)। গ্রেফতারের সময় তার হেফাজতদহতে ২টি তাজা কাতুর্জ ও ১৫ পিচ ইয়াবাসহ উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাজোনা যায়, গ্রেফতারকৃত মোঃ তাজুল হোসেন তাজ একজন অস্ত্র— গোলাবারু ও মাক ব্যবসায়ী। সে বিভিন্ন স্থান থেকে অস্ত্র—গোলাবারু ও মাক সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো। এই ঘটনায় রূপসা থানায় অস্ত্র আইন ও মাকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
Leave a comment