“পৃথিবীটাকে যেমন পেয়েছ তার থেকে সুন্দর করে রেখে যেতে চেষ্টা কর” – লর্ড ব্যাডেন পাওয়েলের (স্কাউটিং এর জনক), বিখ্যাত উক্তিকে সামনে রেখে বৃহস্পতিবার (০৯মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভারের (২০২০ – ২৩ বর্ষ) নির্বাহী কমিটির সভা।
সভাপতির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভারের সভাপতি খন্দকার ইয়াসির আরেফিন। বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভারের সম্পাদক মো. মাহমুদ হোসেনের সঞ্চালনায় আরও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রধান স্কাউট ব্যক্তিত্ব শিকদার রুহুল আমিন এল টি এবং প্রফেসর তাপস কান্তি সমদ্দার এল টি। উপ কমিশনার বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভারের কমিশনার মো. আমিনুর রহমান, জেলা রোভারের কোষাধ্যক্ষ মুকবুল হোসেন জোয়ার্দার, জেলা রোভার এর যুগ্ম সম্পাদক শংকর কুমার সানা।
এছাড়া উক্ত সভায় জেলা রোভারের বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও বিভিন্ন স্তরের লিডারগণ অংশগ্রহণ করেন এবং খুলনা জেলা রোভারের নির্বাহী কমিটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য সভায় উপস্থিত ছিলেন।
ছবি: সাজিদ হাসান সৈকত
গত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় সেইসাথে আগামী ত্রি-বার্ষিক সম্মেলন নিয়ে আলোচনা হয়। এর বাইরে আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়।
অচিরেই খুলনা জেলার সর্বস্তরে স্কাউটিং ব্যাপক প্রচার ও প্রসারে জেলা প্রশাসকের প্রত্যক্ষ উদ্যোগ ও তত্ত্বাবধানে একটি সুচিন্তিত এজেন্ডা বাস্তবায়ন করা হবে।
এসআর/এসটি