বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ক্ষতিগ্রস্থ খুলনা প্রেসক্লাব পরিদর্শন শেষে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ক্ষতিগ্রস্থ প্রেসক্লাব সংস্কারের আশ^াস দিয়ে সাংবাদিকদের নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের আহবান জানান।গতকাল (শুক্রবার) বিকেলে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে এই মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির নির্বাহী সদস্য ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন ও আহমদ মুসা রঞ্জু, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও এস এম জাহিদ হোসেন, ক্লাবের সিনিয়র সদস্য আশরাফ-উল-হক, মোঃ আনিসুজ্জামান, ক্লাব সদস্য এস এম সাহিদ হোসেন, মোঃ মোজাম্মেল হক হাওলাদার, রকিব উদ্দিন পান্নু, এইচ এম আলাউদ্দিন, আবুল হাসান হিমালয়, মোঃ আমিরুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, দেবব্রত রায়, শেখ কামরুল আহসান, শেখ শামসুদ্দীন দোহা, এস এম আমিনুল ইসলাম, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), মোহাম্মদ মিলন, এস এম নূর হাসান জনি, শেখ আব্দুল হামিদ, মোঃ আসাফুর রহমান কাজল, মোঃ কলিন হোসেন আরজু, মোঃ এরশাদ আলী, মোঃ রাশিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রানা, এহতেশামুল হক শাওন সাংবাদিক আবদুল খালেক আজিজীসহ খুলনা প্রেসক্লাবের স্থায়ী ও ইউজার সদস্য এবং খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।এছাড়া সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত
You Might Also Like
সিনিয়র এডিটর
Leave a comment
সর্বশেষ
- Advertisement -