খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রবিষয়ক পরিচালক (ডিএসএ) অধ্যাপক মো. শরীফ হাসান লিমন ও ডিএসএ বডির সদস্যরা একযোগে পদত্যাগ করেছেন। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে এ পদত্যাগপত্র জমা দেন তাঁরা।
রোববার বিকেলে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, ‘আমরা আজ দুপুর ১২ টার পরে ডিএসএ বডির পদত্যাগপত্র হাতে পেয়েছি।’ নতুন ডিএসএ বডি গঠন করা হয়েছে কীনা এ প্রশ্নে তিনি বলেন, আমরা এ বিষয় নিয়ে মিটিং করেছি কিন্তু এখনো সিদ্ধান্ত আসেনি। দুই একদিন সময় লাগবে। এই কয়দিনের ডিএসএ বডির সকল কার্যক্রম প্রশাসন থেকে করা হবে।
পদত্যাগের বিষয়ে জানতে অধ্যাপক মো. শরীফ হাসান লিমনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।