খুলনা মহানগরী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: নগরীর দক্ষিণ জোনের খুলনা থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের বিশেষ অভিযান ও গণসংযোগ করা হয়। এসময় খুলনা থানা পুলিশের একটি টিম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং পূজা মন্দিরের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।। স্থানীয় জনতা পুলিশের নব উদ্যমে শুরু করা এই কার্যক্রমকে সাধুবাদ জানান। চলমান বিশেষ অভিযানের মাধ্যমে পুলিশ ও জনতা মিলে খুলনা মহানগরীকে চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও ইভটিজিং মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মহানগরীর শিববাড়ি, রূপসা, দৌলতপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৯৮ টি যানবাহনের কাগজপত্র চেক করা হয় এবং চালক ও হেলপারদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুব্ধ করা হয়।