লাঠিচার্জে বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার ঘটনায় খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওসি হাসান আল মামুন বর্তমানে ময়মনসিংহ রেঞ্জে কর্মরত রয়েছেন।
খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আনিচুর রহমান মামলাটি গ্রহণ করে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারকে (ডিবি) তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ৫ জানুয়ারি বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ এর কর্মসূচি চলাকালে ওসি হাসান আল মামুনের লাঠি চার্জে ফখরুল আলমের চোখ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে দেশ-বিদেশে চিকিৎসক দেখালেও চোখের আলো আর ফিরে পাননি তিনি।