খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বুধবার নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাথে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। জন ও যান চলাচলের সুবিধার্থে কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা’র নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নগরীর যশোর রোডে ফুটপথ দখল করে হোটেল ব্যবসা পরিচালনার দায়ে আজিজ হোটেলের স্বত্বাধিকারী আব্দুল আজিজ-কে ১ হাজার টাকা এবং হাজী মহসীন রোডে পরিবেশ দূষণ ও ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে হাস-মুরগী ও পোল্ট্রি ফিড বিক্রেতা তাহমিদ পোল্ট্রি’র স্বত্বাধিকারী মো: আব্দুল্লাহ শেখ-কে ৪ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া নগরীর যশোর রোড, মোস্তা গাউসুল হক রোড, হাজী মহসীন রোড, মিউনিসিপ্যাল ট্যাঙ্ক রোড, কে রোড, রূপসা ঘাট, নতুন বাজার ও বড় বাজার এলাকার ফুটপাথ অবৈধ দখলমুক্ত করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ সম্পত্তি শাখার কর্মচারীগণ অভিযানে অংশগ্রহণ করেন এবং কেএমপি’র পুলিশ সদস্যগণ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।