ভারতের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ডানহাতি পেসার মর্নে মরকেল। ১ সেপ্টেম্বর থেকে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজদের কোচ হিসেবে চুক্তি শুরু হচ্ছে তার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
মরকেল এর আগে পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে শ্রীলঙ্কা সিরিজের আগে কোচিং প্যানেলে চেয়েছিলেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। কিন্তু ব্যক্তিগত কারণে ওই সিরিজে কাজ শুরু করতে পারেননি মরকেল।
বাংলাদেশের বিপক্ষে আগামী ১৯ সেপ্টেম্বর টেস্ট ও টি-২০ সিরিজ শুরু করবে ভারত। ওই সিরিজ দিয়ে কাজ শুরু করবেন তিনি। গম্ভীরের সঙ্গে মরকেল লখনৌ সুপার জায়ান্টে কাজ করেছেন। গম্ভীর দলটির মেন্টর ছিলেন। তখন থেকেই তাদের ভালো কোচিং রসায়ন।
গৌতম গম্ভীরের কোচিং প্যানেলে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন অভিষেক নায়ার। সহকারী কোচের ভূমিকায় আছেন রায়ান টেন ডেসকটে। এর আগে রাহুল দ্রাবিড়ের সময় টি দিলিপ ফিল্ডিং কোচের ভূমিকায় ছিলেন। তাকে কোচিং প্যানেলে রেখে দিয়েছেন গম্ভীর।