গরমের এ সময় স্মার্টফোনের যথাযথ ব্যবহার প্রয়োজন। কারণ, গরম আবহাওয়ায় ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে স্মার্টফোনের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। দেখে নেওয়া যাক, গরমে কীভাবে স্মার্টফোনকে সুরক্ষিত রাখা যায়।
সরাসরি সূর্যের আলোতে ফোন ব্যবহার নয়
রোদের তাপ ফোন ধরে রাখে। তাই সরাসরি সূর্যের আলোর নিচে ফোন ব্যবহারে সতর্ক থাকতে হবে। প্রচণ্ড গরমে সূর্যের আলোর তীব্রতা বেড়ে যায়। তখন ফোনে সরাসরি সূর্যের আলো পড়লে ফোন অতিরিক্ত গরম হতে পারে। এতে ব্যাটারির ক্ষতি হয়। এ ছাড়া সরাসরি সূর্যের আলো পড়ে, এমন জায়গায় ফোন রেখে চার্জ দেওয়া যাবে না।
পকেটে ফোন রাখার ক্ষেত্রে মানতে হবে সতর্কতা
প্রচণ্ড গরমে বেশি সময় পকেটে ফোন রাখা যাবে না। কারণ, পকেটে ফোন রাখলে বাইরের তাপমাত্রার সঙ্গে স্বাভাবিক শরীরের তাপও যুক্ত হয়। এতে ফোন আরও বেশি গরম হয়ে যায়। পকেটে ফোন রাখলেও এমন জায়গায় রাখতে হবে, যেখাবে মানবশরীরের স্পর্শ কম থাকে।
ফোন চার্জ দেওয়ার ক্ষেত্রে সাবধানতা
তীব্র গরমে ফোনে চার্জ দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। কারণ, ফোন গরম থাকা অবস্থায় চার্জ দিলে ফোনের ক্ষতি পারে। আবার ব্যাটারি গরম হয়ে গেলে দ্রুত চার্জ ফুরিয়ে যায়। এ ছাড়া ফোনে ১০০ শতাংশ চার্জ না দিয়ে ৮৫ শতাংশ চার্জ দেওয়া যেতে পারে।
রোদে রাখা গাড়িতে ফোন না রাখা
রোদে পার্ক করে রাখা গাড়িতে ফোন রাখা যাবে না। কারণ, রোদের তাপ গাড়িতে পড়লে ফোনও গরম হয়ে যাবে। এতে ফোনের ক্ষতি হতে পারে।
ফোন বন্ধ রাখা
অতিরিক্ত তাপমাত্রা না কমলে ফোন কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হবে। বন্ধ থাকলে ফোনের যন্ত্রাংশগুলো কাজ করা বন্ধ করে দেয়। এতে ফোন নতুন করে গরম হয় না এবং ধীরে ধীরে তাপমাত্রা কমে যায়।