গলে সিরিজের দ্বিতীয় টেস্টে ফলো অনের লজ্জায় পড়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৬০২ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৮ রানে অলআউট হয়েছে কিউইরা।
৫১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিং করতে নেমেছে টিম সাউদির দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৯৪ রানে ব্যাট করছে নিউজিল্যান্ড, এখনও ৪২০ রানে পিছিয়ে সফরকারীরা।কিউইদের এমন ব্যাটিং ব্যর্থতার কারণ প্রবাথ জয়াসুরিয়া। তার ঘূর্ণি তোপে প্রথম টেস্ট হেরেছে নিউজিল্যান্ড। একই মাঠে দ্বিতীয় টেস্টে আরও ভয়ঙ্কর রূপে দেখা দিলেন বাঁহাতি এই স্পিনার। শ্রীলঙ্কার ৬০২ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে স্রেফ ৮৮ রানে গুটিয়ে গেছে কিউইরা। ৪২ রানে একাই ৬ উইকেট নিয়েছেন প্রবাথ। ১৫ ম্যাচের ক্যারিয়ারে এ নিয়ে নয়বার ৫ উইকেট নিলেন এই স্পিনার। প্রথম টেস্টে ৯ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।
অবাক করার বিষয় হলো তার ৬ শিকারের ৫টিতেই জড়িয়ে আছে ধনাঞ্জয়া ডি সিলভার নাম। তার বলে একাই ৫টি ক্যাচ নিয়েছেন লঙ্কান অধিনায়ক। টেস্টে এমন ঘটনা আছে আর কেবল চারটি। সবশেষ লাহিরু থিরিমান্নে ৫ ক্যাচ নিয়েছিলেন লাসিথ এম্বুলদেরিয়ার বলে, ইংল্যান্ডের বিপক্ষে।