গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈদ্যুতিক তারের মাধ্যমে তৈরি ইঁদুর নিধন ফাঁদে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) ভোররাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে জানান, দরবস্ত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে খয়বার আলী নামের এক ব্যক্তি গতকাল রাতে তার জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক তারে সংযোগ দিয়ে ফাঁদ পেতে ধানখেতের আইলে রাখেন। আজ ভোররাতে সেখানে মাছ ধরতে গিয়ে সেই বৈদ্যুতিক তারে জড়িয়ে মোহাম্মদ আলীর মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।