কক্সবাজারের টেকনাফে দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ার এক মাস পর মোহাম্মদ রফিক (২০) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। তবে ওই যুবকের মরদেহ গোপনে দাফন সম্পন্ন করেছে পরিবার।
রোববার (১ জনুয়ারি) বিকেলে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে নিজের ঘরে মারা যান তিনি।
রফিক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের ৮৮১/৩ নম্বর শেডের বাসিন্দা আবু তাহেরের ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শিবির ফাঁড়ির পরিদর্শক সুরেস চন্দ্র জানান, গত ১ ডিসেম্বর রাত ১১টার দিকে রফিককে দুর্বৃত্তরা পাহাড়ে নিয়ে মারধর ও গুলি করে। ওই সময় তিনি গলা, মুখসহ বিভিন্ন স্থানে আঘাত পান। খবর পেয়ে এপিবিএন পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে নয়াপাড়া আইপিডি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে কিছুদিন ভর্তি ছিলেন তিনি। পরে একটু সুস্থ হয়ে উঠলে রফিক আবার রোহিঙ্গা ক্যাম্পে ফিরে আসেন।
তিনি আরও বলেন, রফিক রোববার বিকেলে মারা যান। তবে পুলিশকে কোনো খবর না দিয়েই রাত সাড়ে ১০টার দিকে মরদেহ দাফন করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানান, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
পিএসএন/এমঅাই
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত