লেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত খেলেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। গোল করেছেন তিনি। করিয়েছেন অন্য গোলটি। তার ম্যাচ সেরা পারফরম্যান্সে লেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে জিতেছে চেলসি।
ম্যাচের শুরুতে গোল খেয়ে বসে চেলসি। কিন্তু অফ সাইডের কারণে বাতিল হয় তা। প্রথমার্ধে নিকোলাস জ্যাকসন গোল করে ব্লুজদের লিড এনে দেন। ১৫ মিনিটে তার করা গোলটি আসে এনজোর দেওয়া পাস থেকে।এরপর ৭৫ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে নেন ১১০ মিলিয়নে বেনফিকা থেকে চেলসিতে যোগ দেওয়া এনজো। মৌসুমে এটি ১৬তম ম্যাচে তার প্রথম গোল। ওই গোলের ব্যবধানেই জয়ের পথে ছিল এনজো মারেস্কার দল।
কিন্তু যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল খাওয়ায় জয়ের ব্যবধান ছোট হয় চেলসির। এই জয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে উঠেছে লন্ডনের ক্লাবটি।