‘দ্য ওল্ড গার্ড’ ভক্তদের জন্য সুখবর। হলিউড তারকা শার্লিজ থেরন নিশ্চিত করেছেন যে তিনি এবং তার সহ-অভিনেতা মারওয়ান কেনজারি এবং লুকা মেরিনেল্লি নিশ্চিতভাবে ‘ওল্ড গার্ড’র আরেক কিস্তি নিয়ে ফিরে আসছেন।
হলিউড রিপোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে থেরন বলেন, সিনেমাটির স্ক্রিপ্টটি ইতিমধ্যে শেষ হয়েছে। তারা আগামী বছরের শুরুর দিকে অ্যাকশন ফ্লিকার এই সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা করছেন।
এবারের কিস্তিও পরিচালনা করবেন জিনা প্রিন্স-বাইথউড। সিনেমাটির গল্পের প্লটের বেশ কিছু জায়গা নিয়ে বর্তমানে কাজ করা হচ্ছে।
প্রসঙ্গত, ‘দ্য ওল্ড গার্ড’ নামক কমিক বইয়ের উপর ভিত্তি করে একই নামে ২০২০ সালে মুক্তি পায় সিনেমাটির প্রথম কিস্তি। সিনেমাটিতে অভিনয় করেছেন শার্লিজ থেরন, কিকি লেন, ম্যাথিয়াস শোয়েনার্টস, মারওয়ান কেনজারি, লুকা মেরিনেল্লি, হ্যারি মেলিং, ভ্যান ভেরোনিকা এনগো এবং চিওয়েল ইজিওফর।
নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি তার অসাধারন একশন সিকোয়েন্স এবং গল্পের জন্য দর্শক সমালোচকদের বেশ প্রশংসা পেয়েছিলো।