এটা ঠিক, এবারই প্রথম এই আসরে খেলার সুযোগ মিলেছে তাদের। অতীতে বড় দলগুলোর বিপক্ষে সেভাবে খেলারও সুযোগ হয়নি। তাই পার্থক্যটা যেন বুঝে গেলেন বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে চীনের কাছে ১৯-০ গোলে হেরেছে বাংলাদেশ।
ওমান থেকে কিছুদিন আগেই যেখানে ছেলেরা পঞ্চম হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, সেখানে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। আজ একই মাঠে তাদের প্রতিপক্ষ ভারত। গেল জুনে সিঙ্গাপুরে এএইচ কাপে রানার্সআপ হয়ে এশিয়া কাপের এই আসরে খেলার সুযোগ পান বাংলাদেশের মেয়েরা।
গেল সপ্তাহেই এই মাঠে চীনকে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে হারিয়েছিলেন বাংলাদেশের ছেলেরা। যেন সেই হারেরই প্রতিশোধ নিলেন কাল চীনের মেয়েরা। গতকাল ম্যাচের প্রথম কোয়ার্টারেই ৬ গোল করেন চীনের মেয়েরা। দ্বিতীয় কোয়ার্টারে আরও চার গোল। তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারেও যথাক্রমে ৪ ও ৫ গোল করেন চীনের খেলোয়াড়রা। তাদের গোল ক্ষুধার সামনে অনেকটাই অসহায় ছিলেন বাংলাদেশের মেয়েরা।