দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টটি মাঠে গড়াতে বাকি আর সাত দিন। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে এবারের আসরের পর্দা উঠবে। আর আট দলের বৈশ্বিক টুর্নামেন্টটি নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একের পর এক চোটের হানায় ছিটকে পড়ছেন ক্রিকেটাররা। চোটের কারণে অস্ট্রেলিয়া নাকাল। ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল মার্শের মতো তারকা। এদিকে শেষ সময়ে দল থেকে সরে দাড়িয়েছে মিচেল স্টার্কও। অধিনায়কের দায়িত্ব কাঁধে পেলেন তারকা ব্যাটার স্টিভ স্মিথ।
দলটির অন্যতম সের পেসার মিচেল স্টার্ক ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নিলেন। বাঁহাতি এই পেসার সম্প্রতি গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেন। স্টিভেন স্মিথের নেতৃত্বে ১৫ সদস্যের একটি ভিন্ন স্কোয়াডকে দেখা যাবে পাকিস্তান, দুবাইতে। কামিন্স এবং মার্শের পরিবর্তে স্মিথ অধিনায়কত্বের দায়িত্ব নেবেন।
স্টার্কের না খেলার সিদ্ধান্ত, অবসরে যাওয়া মার্কাস স্টয়নিস এবং প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল মার্শের মতো ক্রিকেটার চোটের কারণে বাইরে। অস্ট্রেলিয়ান ক্রিকেটের নির্বাচকরা তাই বাধ্য হয়ে নতুন চেহারার বেন দ্বারশুইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন, তানভীর সাংঘা এবং শন অ্যাবটকে ১৫ সদস্যের দলে নিয়েছে।
আর দলের সাথে কুপার কনলিকে রাখা হয়েছে ভ্রমণ রিজার্ভ হিসেবে। আজ ও শুক্রবার কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নেবে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে, তারপরে দক্ষিণ আফ্রিকা (২৫ ফেব্রুয়ারি) এবং আফগানিস্তান (২৮ ফেব্রুয়ারি)।
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দল- স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন দ্বারশুইস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইঙ্গলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেইন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংঘা, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জাম্পা।