চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির সঙ্গে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে নাকি হাইব্রিড মডেলে হবে ওই সভা থেকে আসতে পারে সিদ্ধান্ত। আসরটি অন্য কোথাও যাবে কিনা সেই সিদ্ধান্তও আসতে পারে।
তবে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, যেটা পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো, সেই সিদ্ধান্তই নেবেন তারা। তার মতে, সিদ্ধান্ত সমতার ভিত্তিতে হবে। আইসিসি’কে তা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তারা।নাকভি বলেন, ‘আমি কথা দিচ্ছি, পাকিস্তান ক্রিকেটের জন্য যেটা ভালো সেই সিদ্ধান্তই আমরা নেব। আমি সার্বক্ষণিক আইসিসির চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা আমাদের অবস্থান নিয়ে পরিষ্কার, আমরা পাকিস্তানে খেলতে যাবো কিন্তু তারা আসবে না এমনটা হতে পারে না। যা-ই হবে সমতার ভিত্তিতে হতে হবে।’
আগামী ফেব্রুয়ারি-মার্চে ৮ দল নিয়ে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। আসরটি পাকিস্তানে আয়োজন সম্ভব না হলে হাইব্রিড মডেলে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে অধিকাংশ ম্যাচই পাকিস্তানে হবে। তবে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। তবে পাকিস্তান ওই প্রস্তাবে এখন পর্যন্ত রাজি নয়।