শেষ পাঁচ ম্যাচে দুই জয় আর্জেন্টিনার। সর্বশেষ ম্যাচে হেরেছে প্যারাগুয়ের বিপক্ষে। পেরুর বিপক্ষে ঘরের মাঠে জয় দিয়ে বছর শেষ করার চ্যালেঞ্জ লিওনেল মেসিদের। ইনস্টাগ্রাম পোস্টে মেসিও সতীর্থদের বলেছেন, ‘স্মরণীয় বছর পার করতে মুখিয়ে আছি।’
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নয়ে থাকা পেরুকে ঘরের মাঠে হারানো আর্জেন্টিনার জন্য খুব কঠিন হওয়ার কথা নয়। কিন্তু দলটির ছয় ফুটবলার ইনজুরিতে থাকায় লিওনেল স্কালোনির জন্য কাজটা একটু কঠিন হয়ে পড়েছে।
আলবিসেলেস্তেদের রক্ষণের মূল ভরসা ক্রিস্টিয়ানো রোমেরো ইনজুরিতে পড়েছেন। নেই লিয়ান্দ্রো মার্টিনেজও। অ্যাথলেটিকো মাদ্রিদের নাহুয়েল মলিনা ছিটকে গেছেন। নিকোলাস ত্যাগলিয়াফিকোকে শুরুর একাদশে পাওয়ার আশা করা হলেও কাঁধের ইনজুরি ছিল তারও। সঙ্গে নিকোলাস গঞ্জালেন, হারমান পাজেল্লা আছেন ইনজুরিতে।
বুধবার ভোর ৬টায় পেরুর বিপক্ষে নতুন চেহারার রক্ষণ নিয়ে তাই নামতে হবে আকাশি-সাদা জার্সি ধারীদের।
সেন্ট্রাল ডিফেন্সে লিওনার্দো বেলার্ডি, দুই উইং ব্যাকে গঞ্জালো মন্টিয়েল ও ফাকুন্দে মেডিনা সুযোগ পেতে পারেন। মিডফিল্ডে ম্যাক অ্যালিস্টার ও ডি পলের সঙ্গে থাকতে পারেন এনজো ফার্নান্দেজ। মেসি, লাওতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজকে নিয়ে আক্রমণভাগ অবশ্য আগের মতোই থাকছে।
আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমি মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওতামেন্ডি, লিওনার্দো বেলার্ডি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, ডি পল, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।