বেশকিছুদিন ধরে রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজ করছে। এক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিরোধ রূপ নিচ্ছে সংঘর্ষে। রাজধানীর সড়কও বন্ধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আজকাল যেন প্রকটভাবে দৃশ্যমান তা।
সমসাময়িক বিভিন্ন বিষয়ে সরব থাকা অভিনেত্রী মেহের আফরোজ শাওনের লেখায় উঠে এসেছে বিষয়টি। নিজের ফেসবুকে আজ সোমবার তিনি লিখেছেন, “ছাত্রনং অধ্যয়নং তপঃ’ সংস্কৃত এই শ্লোকটি সংস্কার করে ‘ছাত্রনং আন্দোলনং তপঃ’ করা এখন সময়ের দাবি।”
শাওনের এই দাবির সঙ্গে তার অনুসারীদের অনেকেই একমত পোষণ করেছেন। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আন্দোলন দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলাম।’ অন্য একজন লিখেছেন, ‘এটানং সময়েরনং দাবিনং তপঃ।’
এর আগে আন্দোলন সংঘর্ষ নিয়ে ‘‘আজকে কি কোথাও কর্মসূচি/আন্দোলন/বিক্ষোভ নাই! ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছিনা! ট্রাফিক আপডেট ‘ঢাকার চাকা’র মতো আন্দোলন আপডেটের একটা অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি।’’ সে দাবির সঙ্গেও তার অনুসারীদের অনেকে একমত পোষণ করেন।