নাটোরের বড়াইগ্রামের দাসগ্রাম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হযরত আলীর বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার মামলা হয়েছে। তবে অভিযুক্ত অধ্যক্ষ পলাতক রয়েছেন।
হযরত আলী উপজেলার দাসগ্রামের মৃত মারেফত আলীর ছেলে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি হযরত আলী মাদরাসায় যান। এ সময় তিনি লোক মারফত ওই ছাত্রীকে তার উপবৃত্তি সংক্রান্ত কাগজপত্র সংশোধন করার জন্য মাদ্রাসায় ডেকে পাঠান।
কিছু সময় পর ছাত্রীটি আসলে ফাঁকা মাদ্রাসায় নিজের কক্ষে ডেকে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনজন ছেলে জানালা দিয়ে বিষয়টি দেখে ফেললে তিনি ওই ছাত্রীকে ছেড়ে দেন।
এরপর কাউকে না জানানোসহ বিষয়টি ধামাচাপা দিতে অধ্যক্ষ হযরত আলী ওই ছাত্রী ও ঘটনার প্রত্যক্ষদর্শী তিন ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে হুমকি দেন।
গতকাল রোববার ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তে বিষয়টির সত্যতা পান। পরে সোমবার ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তবে তাকে আটকের চেষ্টা চলছে।
পিএসএন/এমঅাই
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত